দিল্লিতে মডেলিং করেন শগুন। ২০০৬-এ মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছিলেন। গ্ল্যামারের ছটায় আগুনও বটে৷ কিন্তু দেখুন দেখি, দিদি বলিউডের নামকরা অভিনেত্রী হওয়া সত্ত্বেও, এই মেয়ের কিন্তু অভিনয় ব্যাপারটা একেবারেই পছন্দ নয়৷
Read More News
শগুন ওয়েডিং প্ল্যানার৷ অন্যদের বিয়ে দিতেই পছন্দ করে সে৷ গোটা মনটাই এখন ওয়েডিং বিজনেসে৷
শগুনের বোন আর কেউ নন, তিনি হলেন তাপসী পান্নু৷ বোন বলতে তাপসী একেবারে অজ্ঞান৷ আদর যত্নে বোনকে প্রায় মাথায় তুলে রাখেন তাপসী৷ আর রাখবেন নাই বা কেন? এত মিষ্টি মেয়ে শগুন পান্নু৷

শগুনকে এখনও বলিউডের কোনও সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। তবে তাপসীর মতো শগুনও যে বি টাউনে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে একেবারে প্রস্তুত, তা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ছবি থেকেই বেশ স্পষ্ট।
Sildenafilgenerictab News Bangla News Paper