ঝাড়ু হাতে ব্যস্ত জনপ্রিয় তারকা ‘ক্যাটরিনা’

বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সাদা জামা-পাজামা, হাতে ঝাড়ু নিয়ে ঘরের মেঝে পরিষ্কার করছেন। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অক্ষয় কুমার।

ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যাটরিনা হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিচ্ছেন। অক্ষয় তাকে জিজ্ঞাসা করছেন, ক্যাটরিনা আপনি কী করছেন? উত্তরে নায়িকা বলেন, সাফাই করছি। ভিডিওটি পোস্ট করার পর অক্ষয় লেখেন, ‘ক্যাট কট কট! দেখুন, ভারতের নতুন স্বচ্ছ ভারত-এর মুখ। আপাতত তিনি ছবির সেট পরিষ্কারে ব্যস্ত। সূর্যবংশীর সেটে স্বচ্ছ ভারতের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ভিডিও পোস্ট করার পর ভিডিওটি এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

নেটিজনরা মনে করছেন, স্বচ্ছ ভারতের নতুন অ্যাম্বাসাডর বলার তাৎপর্য হচ্ছে গেরুয়া বাহিনীর সমর্থক এবং তাকে বিজেপির প্রচারের জন্য।
Read More News

জানুয়ারি মাসে সূর্যবংশী সিনেমার সেটের ছবি শেয়ার করেছিলেন ক্যাটরিনা কাইফ। ছবিতে হাসিমুখে পোজ দিয়েছিলেন পরিচালক রোহিত শেট্টি, অক্ষয় কুমার। ক্যাপশননে লেখেন, দুর্দান্ত শুরু বছরের। কাজের পাশাপাশি হাসি-ঠাট্টা। রোজই কিছু না কিছু মজার কাণ্ড ঘটছে। পর্দায় আমরা আসছি ২৭ মার্চ।

‘সূর্যবংশী’ রোহিতের কপ ইউনিভার্সের তৃতীয় ছবি। রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অজয় দেবগণ। প্রযোজনায় করণ জোহরের ধর্মা প্রোডাকশন।

প্রসঙ্গত, এ মুহূর্তে জোর কদমে চলছে সূর্যবংশী ছবির শ্যুটিং। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার। ২০২০ এর ২৭ মার্চ এই ছবি মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *