প্রথমবার দুই বাংলার অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তী একসঙ্গে ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘গণ্ডি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা হাতে নিয়েছেন পরিচালক।
ফাখরুল আরেফীন খান বলেন, গত বছরে সিনেমাটির কাজ শেষ করেছি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছি। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলে মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করব।
সিনেমাটির গল্পে ফুটিয়ে তোলা হয়েছে, ৫৫ ও ৬৫ বছর বয়েসি দুজন নারী-পুরুষের বন্ধুত্ব। অবসরে থাকা এই দুজন মানুষের বন্ধুত্ব কেমন হয়। পরিবার ও আশেপাশের মানুষ বিষয়টি কীভাবে নেন তা উঠে এসেছে এই চলচ্চিত্রে।
Read More News
সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা প্রমুখ। গড়াই ফিল্মস প্রযোজিত এই সিনেমার আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের দেবজ্যোতি মিশ্র।
Sildenafilgenerictab News Bangla News Paper