কোনো সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি ওএসডি করে রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাই কোর্ট বেঞ্চ ‘জনস্বার্থে’ সাবেক সচিব আসাফ উদ-দৌলার করা এক রিটে এ রায় দেয়। আট বছর আগে জারি করা এমন একটি রুলকে যথাযথ ঘোষণা করে আদালত।
Read More News
আদালতের নির্দেশ, যেসব সরকারি কর্মকর্তাকে ওই সময়ের বেশি ওএসডি করে রাখা হয়েছে, রায়ের অনুলিপি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পুনর্বহালের ব্যবস্থা নিতে হবে। ১৫০ দিনের বেশি সময় যে কর্মকর্তারা ওএসডি হয়ে আছেন, তাদের পুনর্বহালসহ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে একটি কমিটি করে তা বাস্তবায়ন করতে জনপ্রশাসন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এ কমিটির প্রধান করতে বলা হয়েছে একজন জ্যেষ্ঠ সচিবকে। সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে এ সংস্ক্রান্ত অগ্রতির প্রতিবেদন রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।
আদালতে রুলের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্তকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অমিত দাশগুপ্ত জানান, রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
এর আগে, প্রায় আট বছর আগে গত ২০১২ সালে ৪জুন (সোমবার) নির্ধারিত কারণ ও সময়ের বাইরে সরকারি কর্মকর্তাদের ওএসডি করে রাখা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিল আদালত। সাবেক সচিব আসাফ উদ-দৌলার করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিল। ওএসডি করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট নীতিমালা কেন করা হবে না তাও জানতে চেয়েছিল আদালত।
সেসময় রিটকারীর আইনজীবী অনীক আর হক আদালতকে জানিয়েছিলেন, শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয়েই ৫৯১ জন কর্মকর্তা অনির্দিষ্টকালের জন্য ওএসডি হয়ে আছেন। তাদের পেছনে প্রতি মাসে এক কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা খরচ হয়। জনগণের করের টাকা থেকে তাদের বেতন দেওয়া হয়। ১৯৯১ সালে জারি করা এক প্রজ্ঞাপনে ওএসডি করার কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে। সে সময় যতজন ওএসডি হয়ে ছিলেন, তাদের ৯০ শতাংশেরই কোনো নির্দিষ্ট কারণ ছিল না।
রায়ের পরে আইনজীবী অনীক আর হক বলেন, গত বছরের এপ্রিলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী ১৫০ দিনের বেশি ওএসডিতে রয়েছেন ৭৯৫ জন কর্মকর্তা।