সুহানা খান বলিউডের স্টারকিডদের মধ্যে বরাবরই উপরের দিকেই থেকেছে। বর্তমানে মডেলিং, অভিনয়ের জন্য তাঁর নাম সংবাদপত্রের উপরের দিকেই স্থান পায়। কিছুদিন আগেই সুহানা অভিনীত একটি নাটক দেখে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বলিউডের সিনিয়র কলাকুশলীরা।
শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে বলিউডে। আপাতত তারই প্রস্তুতি চলছে। পড়াশুনোর পাঠ চুকলেই সুহানা পুরোপুরি মনোনিবেশ করবেন ইন্ডাস্ট্রিতে। বেশ কিছু আর্ন্তজাতিক মানের ম্যাগাজিনের সঙ্গে ফটোশ্যুটও করেছেন।
Read More News
ভোগের কভার ফটোতেও তাঁকে দেখা গিয়েছে। শীত পড়তেই বন্ধুদের সঙ্গে পার্টিতে ব্যস্ত সুহানা। তারই কিছু ছবি ভাইরাল হয়েছে।

Sildenafilgenerictab News Bangla News Paper