সৌরভ গাঙ্গুলির উপস্থাপনায় গত কয়েক বছর ধরেই জি-বাংলার দর্শকনন্দিত শো হিসেবে প্রচার হচ্ছে ‘দাদাগিরি’। আর বুধবার রাত ১০টায় এ অনুষ্ঠানটিতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। বিশেষ এ পর্বে রুনা লায়লার উপস্থিতি বেশ চমক তৈরি করেছিল। তবে মজার বিষয় হলো এদিন প্রচার হওয়া এ শোটি বাংলাদেশে নয়, ভারতে বসেই উপভোগ করেছেন রুনা। কারণ দাদা সাহেব ফালকে পুরস্কারের একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে তিনি তিন দিন আগেই মুম্বই গেছেন। আজ ঢাকায় ফিরবেন তিনি। এদিকে ‘দাদাগিরি’র এ বিশেষ পর্বে খয়েরি রঙা শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পী। ‘দাদাগিরি’র বিশেষ এ পর্বটি সাজানো হয়েছিল ৫ জন প্রখ্যাত শিল্পীকে নিয়ে। রুনা লায়লার বাইরে বাকি শিল্পীরা হলেন- ভারতের আরতি মুখোপাধ্যায়, শ্রাবণী সেন, রেখা ভরদ্বাজ ও সাধনা সরগম। অনুষ্ঠানে বিখ্যাত ‘দামা দম মাস্ত কালান্দার’ গানটি গেয়ে শোনান রুনা। তার এ জমকালো পারফরম্যান্সে পুরো অনুষ্ঠানটি যেন অন্য মাত্রা পেয়েছিল। পুরো অনুষ্ঠানটি নিজের আপন ভঙ্গিমায় মাতিয়ে রাখেন রুনা। এ অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছার বন্যায় ভেসেছেন এ সংগীত কিংবদন্তি। যারা এ অনুষ্ঠানটি দেখেছেন তারা সবাই ভূয়সী প্রশংসা করেছেন রুনা লায়লাকে। অনুষ্ঠানে নিজের অনবদ্য উপস্থিতির মাধ্যমে অন্যরকম মুগ্ধতা ছড়িয়েছেন রুনা লায়লা, যা দর্শকদের মনে থাকবে দীর্ঘদিন।
Read More News
Sildenafilgenerictab News Bangla News Paper