টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নানা সময়ে সোশ্যাল মিডিয়াতে তোপের মুখে পড়েছেন।
আবারও অশালীন আক্রমণের শিকার হলেন স্বস্তিকা। ‘অভিনেত্রী কম যৌনকর্মী বেশি লাগে আপনাকে’। সম্প্রতি স্বস্তিকার ছবির নীচে এমনই বাজে মন্তব্য করেন এক ব্যক্তি।
Read More News
নিজের ছবির নীচে এহেন বাজে মন্তব্য দেখে চুপচাপ বসে থাকেননি স্বস্তিকাও। রাম বণিক নামে ওই ব্যক্তিকে তিনি বলেন, ধন্যবাদ রামবাবু। ওরা তো খেটে খাওয়া মানুষ, ওদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তাধারা ওদের মতো বড় করুন, দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে।
স্বস্তিকার পাশাপাশি তার ভক্তরাও সংশ্লিষ্ট ওই ব্যক্তির বিরুদ্ধে তাদের রাগ, ক্ষোভ উগরে দেন। যদিও তাতেও মুখ বন্ধ হয়নি ওই ব্যক্তির। এরপরও তিনি বাজে মন্তব্য করে স্বস্তিকার বিরুদ্ধে ক্রমাগত অশালীন মন্তব্য করতে থাকেন।
এর আগেও বেশ কয়েকবার সামাজিক মাধ্যমে কটূ কথার শিকার হতে হয়েছে সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
Sildenafilgenerictab News Bangla News Paper