গরুর মাংস খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্র প্রহৃত, গ্রেপ্তার, জামিন

গরুর মাংস খাওয়ার অপরাধে এবার রাজস্থানে প্রহার করা হয়েছে জম্মু-কাশ্মিরের ৪ ছাত্রকে। পরে হোস্টেল রুমে গরুর মাংস রাখার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরের ছয় মাস পর্যবেক্ষণে রাখা হবে এই সতর্কতা দিয়ে জামিনে মুক্তি দেয়া হয়েছে তাদেরকে। এ ঘটনা ঘটেছে মেওয়ার ইউনিভার্সিটিতে। এ বিশ্ববিদ্যালয়ের পশুপালন বিভাগ পরে নিশ্চিত করেছে যে, ওই মাংস গরুর নয়, খাসির। উল্লেখ্য, এ বিশ্ববিদ্যালয়ে মাংস নিষিদ্ধ। এখানকার ভাইস চ্যান্সেলর অশোক গাড়িয়া বলেছেন, ওই ছাত্ররা আইন লঙ্ঘন করেছে। তারা ক্যাম্পাসে মাংস খেয়েছে। যদি তাদের বিরুদ্ধে আনীত এ অভিযোগ প্রমাণিত হয় তাহলে আইনি পদক্ষেপ নেয়া হবে। ওই চার শিক্ষার্থীর মাংস রান্না করা ও তা ভক্ষণের খবর চারদিক ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার একদল মানুষ তাদের ওপর হামলা চালায়। ডানপন্থি এসব উত্তেজিত জনতা এ সময় তাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। অবরোধ করে আমির-উদয়পুর মহাসড়ক। একদল উত্তেজিত ছাত্র ও এলাকাবাসী স্থানীয় মাংসের একটি দোকানে আগুন ধরিয়ে দেয়। ডাক দেয় বন্ধ। জনশান্তি নষ্ট করার অভিযোগে এ সময় পুলিশ আটক করে ওই চার ছাত্রকে। তারা হলেন শাকিব আশরাফ, হিলাল ফারুক, মোহাম্মদ মকবুল ও শওকত আলী। তারা পরে ক্যাম্পাসে ফিরে গেছেন।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *