কারিনা সাইফের জনপ্রিয়তার থেকে কোনও অংশেই কম যায় না ছোটে নবাব তৈমুর আলি খান। যেখানে তৈমুর, চিত্র সাংবাদিকদের ক্যামেরা সেখানেই তার পিছু নেয়। ভবিষ্যতে তৈমুর কী হবে, কী করবে তা নিয়েও উত্সাহের কোনও শেষ নেই।
বড় হয়ে সে কোন পেশা বেছে নেবেন তা নিয়ে নানা জল্পনা চলতেই থাকে। দাদার পথ অনুসরণ করে ক্রিকেটের মাঠ বেছে নেবে নাকি পরিবারের বাকি সদস্যদের মতো লাইট-ক্যামেরা-অ্যাকশনেই খুঁজে পাবে জীবনের মন্ত্র, সে বলার সময় এখনও না এলেও একটা বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন কারিনা।
কারিনা জানিয়েছেন, মনসুর আলি খান পতৌদি এবং বাবা সাইফ আলি খানের মতো তাকেও বিদেশের বোর্ডিং স্কুলেই পড়াশোনা করতে পাঠানো হবে। জানা গিয়েছে ইংল্যান্ডের নামজাদা প্রেপ স্কুলে ভর্তি করা হবে তৈমুরকে। ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের লকার্স পার্ক প্রেপ স্কুলেই যাবে তৈমুর। এই স্কুলেই পড়েছেন নবাব পতৌদি এবং সাইফ সাআলি খান।
Sildenafilgenerictab News Bangla News Paper