আগামী ২২ অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ ঘোষণা দেয়া হয়েছে। ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ ঘোষণা দেন।
জাতীয় ঐক্যফ্রন্টের শোক র্যালি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেল। এর প্রতিবাদে আগামী ২২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দিয়েছেন নেতারা।
Read More News
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে রোববার (১৩ অক্টোবর) বিকেলে শোকসভা শেষে প্রেসক্লাবের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে র্যালি বের করেন ঐক্যফ্রন্ট নেতারা। র্যালিটি আটকে দেয় পুলিশ। তাদের দাবি, আগে থেকে অনুমতি না থাকায় আটকে দেয়া হয় র্যালি। এসময় পুলিশের বাধার মুখে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ঐক্যফ্রন্ট নেতাকর্মীরা, জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়।
র্যালিতে বাধা দেয়ার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
Sildenafilgenerictab News Bangla News Paper