শনিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে একটি নৈশক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, পুলিশ হামলার স্থানটি ঘিরে রেখেছে। তবে হামলার মোটিভ এখনো জানতে পারেননি তারা।
Read More News
নিউইয়র্ক পুলিশের মুখপাত্র এ্যাডাম নাভারো জানিয়েছেন, শনিবারের হামলায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। হামলা জড়িত কাউকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
এ্যাডাম নাভারো বলেন, স্থানীয় সময় সকাল ৬টা ৫৫ মিনিটে ব্রুকলিনের ৭৪ ইউটিকা এভিনিউতে হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, যেখানে হামলা করা হয়েছে, সেটি ছিল একটি বেসরকারি ক্লাব।