২ মাসের মেয়েকে নিয়ে মুল্লায়ানগিরির চূড়ায় সমীরা

সংসার জীবন এবং অন্যান্য আরও বেশ কিছু কাজে দারুণ ব্যস্ত অভিনেত্রী সমীরা রেড্ডি। সেরা অভিনেত্রী হওয়ার দৌড়ে সামিল হতে চান না তিনি। প্রমাণ করতে চান আরও এক বড় সত্যি, যা সমাজ অস্বীকার করতেই বেশি ভালোবাসে। বিভিন্ন কাজের মাধ্যমে তিনি একটাই বার্তা দিতে চান, প্রেগনেন্সি, সন্তান বা মাতৃত্বকোনওটাই মেয়েদের জীবনে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না।
Read More News

তাঁর এই দাবি প্রমাণ করতে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। ২ মাসের মেয়ে নায়রাকে নিয়ে মুল্লায়ানগিরির চূড়ায় উঠলেন সমীরা। পোস্টের নীচে তিনি লিখেছেন, ‘নায়রাকে নিজের সঙ্গে বেঁধে কর্নাটকের সবচেয়ে উঁচু পাহাড়ে উঠেছি। উচ্চতা ৬৩০০ ফুট। মাঝে একবার দাঁড়াতে হয়েছিল। হাঁফিয়ে পড়েছিলাম। আশা করি আমার এমন সব ভ্রমণ কাহিনি নতুন মায়েদের অনুপ্রাণিত করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *