প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সালমান খান সম্পর্ক ঘিরে এতদিন চলছিল তিক্ততা। দু’জনার তিক্ততার কারণ সালমানের ‘ভারত’ ছবির নায়িকা হয়েও, ছবির শুরুতে কোনও কারণ না জানিয়ে ছবি থেকে সরে দাঁড়ান প্রিয়াঙ্কা। যে কারণে বিরক্ত হয়ে রেগে প্রিয়াঙ্কা সম্পর্কে বাজে কথাই বলেছিলেন সালমান।
Read More News
কিন্তু তাতে প্রিয়াঙ্কার কোনও প্রতিক্রিয়াই এতদিন জানা যায়নি। কিন্তু সম্প্রতি তাঁর নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির প্রমোশনে দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা। সেই সুবাদেই সাংবাদিকরা তাঁর কাছ থেকে সালমানের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ‘ডন’-নায়িকা জানান, আপনারা যদি আমার প্রতিক্রিয়া জানতে চান, তা হলে আমি তা এখনই জানাতে পারি। জেনে রাখুন সালমান অসাধারণ এক মানুষ। আমি ওঁর গুণমুগ্ধ।
আমার-নিকের বিয়ের রিসেপশনে সালমান এসেছিলেন। আমরাও ওঁর বাড়ি গেছি। ওঁর বোন অর্পিতার সঙ্গেও আমার দারুণ সম্পর্ক। ফলে আপনার যা ভাবছেন, তা কিন্তু সম্পূর্ণ ভুল।
Sildenafilgenerictab News Bangla News Paper