এবার ‘দিশা পাটানি’ শুরু করল

আলিয়া ভাট এবং জ্যাকলিন ফার্নান্ডেজের পর এবার ইউটিউবে নিজের চ্যানেল শুরু করল দিশা পাটানি। ভক্তদের কাছে দিশার প্রতিশ্রুতি, এই চ্যানেলের মাধ্যমে তাঁরা তাঁর জীবনের নানা অজানা মুহূর্তের ঝলক পাবেন।
Read More News

শুক্রবার টুইট করে তিনি জানান, আপনাদের সঙ্গে আমার প্রথম ইউটিউব ভিডিয়ো শেয়ার করা নিয়ে আমি ভীষণ এক্সসাইটেড। আশা করি আপনারা ভীষণ এনজয় করবেন, ঠিক যেমন এই ভিডিয়ো শ্যুট করার সময়ে আমি এনজয় করেছি।

প্রথম ভিডিয়োতে দিশাকে জিমে ওয়র্কআউট এবং পরে নাচের ক্লাসে প্র্যাক্টিস করতে দেখা যায়। সব শেষে ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্পে দেখা যায় তাঁকে। ইনস্টাগ্রামে দিশা পটানির ফ্যান ফলোয়িং ২ কোটি ৫০ লাখ। টুইটারেও রয়েছে প্রায় ৩৫ লাখ ফলোয়ার। ইতোমধ্যে তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪১২০। অনুমান করা যেতেই পারে, লাখ পেরোতে বিশেষ সময় লাগবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *