টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা কর শ্রাবন্তী ডেঙ্গুতে আক্রান্ত হলেন। শনিবার রাতে তাকে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
Read More News
ঊর্মিলার উচ্চ রক্তচাপ জনিত সমস্যা হয়েছে। একইসঙ্গে ডেঙ্গুও ধরা পড়েছে। সে এখন হাসপাতালের বিছানায় পুরোপুরি চিকিৎসা নিচ্ছে।
চিকিৎসকরা ঊর্মিলাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার আবারও তার রক্সের প্লাটিলেট পরীক্ষা করা হবে।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে কাজ শুরু করেন ঊর্মিলা শ্রাবন্তী কর। দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।