নারী অফিস সহায়কের সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে বদলি করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) তাকে জামালপুর থেকে বদলি করে ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’ (ওএসডি) হিসেবে পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। তবে আদেশ পাওয়ার আগেই গভীর রাতে তিনি জামালপুর ত্যাগ করেন। তার স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ এনামুল হক।
Read More News
শনিবার রাত ৩টায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তিনি জামালপুর ত্যাগ করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান।
এদিকে রোববার নারী অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনার কর্মক্ষেত্রে যোগদানের কথা থাকলেও তিনি অনুপস্থিত রয়েছেন।
সাধনার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছেন কিনা প্রশ্ন করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় রয়েছি। সাধনা এখন কোথায়, সঠিক হদিস বলতে পারছে না কেউ।

 Sildenafilgenerictab News Bangla News Paper
Sildenafilgenerictab News Bangla News Paper