গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল দেখতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির প্রহর গুনতে থাকা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ভাগ্নে প্রকৌশলী আমিনুল ইসলাম, যিনি গণপূর্ত অধিদপ্তর বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী।
বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
Read More News
জানা যায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমানসহ নিজামীর ভাগ্নে বঙ্গবন্ধুর সমাধি দেখতে যান। প্রকৌশলী আমিনুল ইসলাম নিজামীর ভাগিনা এমন খবর ছড়িয়ে পড়লে বঙ্গবন্ধুর সমাধিতে প্রবেশ করা মাত্রই স্থানীয় লোকজন তাকে ঘিরে ফেলে লাঞ্ছিত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এসময় স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আমিনুল ইসলামকে বরখাস্ত করার জন্য প্রধান প্রকৌশলীর কাছে দাবি জানান। প্রধান প্রকৌশলী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমিনুল ইসলামকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।