শনিবার প্রিয়াঙ্কা চোপড়ার বাবার জন্মদিন ছিল। তাই এই দিনটা যেন একটু বেশিই মনে পড়েছে বাবাকে। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। বরাবরই তাঁর বাবার সঙ্গে সম্পর্কের কথা জানিয়ে এসেছেন। বাবা তাঁর জীবনের সবচেয়ে প্রিয় মানুষ বলেই বর্ণনা করেছেন অভিনেত্রী। বাবার হাতের লেখায় ‘ড্যাডিজ গার্ল’ লেখাটি নিজের হাতে ট্যাটু করিয়েছেন নায়িকা।
Read More News
২০১৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়ার। এর পর থেকে প্রতিদিনই নিজের বাবার কথা মনে পড়ে নায়িকার। ৩৭ বছরের অভিনেত্রী বিয়ে করে এখন মার্কিন দেশের বাসিন্দা।
ইনস্টা পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘প্রতি বছর সিড (ভাই) ও আমি ভাবতাম কীভাবে তোমাকে সারপ্রাইজ দেওয়া যায়। কিন্তু কোনও বারই সেটা হত না। প্রতি বারই তুমি সব জেনে যেতে। তাই তুমি যেখানেই রয়েছ, আমরা জানি তুমি আমাদের সঙ্গেই আছো।…’
Sildenafilgenerictab News Bangla News Paper