করণ জোহরের জহুরি চোখে প্রচুর তারকা পেয়েছে বলিউড। পাশাপাশি তাঁদেরও নতুন নতুন কাজের সুযোগ করে দিয়েছেন। তাঁদের কাছে কর্ণ জোহর তাই গডফাদার।
করণ জোহরের প্রিয় ছাত্র বরুণ। করণ জোহরের ছবি দিয়েই বলিউডে হাতেখড়ি বরুণের। হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ এবং ‘কলঙ্ক’-এর মতো করণ জোহরের ছবিতে অভিনয় করেছেন তিনি।
Read More News
দ্বিতীয় জন হলেন আলিয়া ভাট এবং তৃতীয় সিদ্ধার্থ মলহোত্র। আলিয়াও একাধিক বার স্বীকার করেছেন, করণের জন্যই আজ তিনি এই জায়গায়।
করণ জোহর এবং সিদ্ধার্থকে মাঝে মধ্যেই এক সঙ্গে দেখা যায়। কখনও ডিনারে, কখনও বা সিনেমা হলে। বিভিন্ন সময়ে পার্টিতে দু’জনকে এক সঙ্গে যেতে আসতেও দেখা গিয়েছে।
‘মাই নেম ইজ খান’-এর সহ পরিচালক ছিলেন অভিষেক। এর পর তাঁর বিগ বলিউড ব্রেক ছিল ‘টু স্টেটস’।
শ্রীদেবীর মেয়ে জাহ্নবীরও বলিউডে পা কর্ণ জোহরের হাত ধরেই। তাঁর প্রথম ছবি ‘ধড়ক’ কর্ণেরই ছবি। জাহ্নবীর মা শ্রীদেবীও কর্ণ জোহরের খুব ঘনিষ্ঠ ছিলেন। এখন সেই জায়গাটা জাহ্নবীর।
গডফাদারের ছোঁয়ায় আরও এক সিদ্ধার্থ উন্নতি করেছেন। তবে তিনি অভিনেতা নন। পরিচালক। করণ জোহরের ছবি ‘উই আর ফ্যামিলি’-তে সিদ্ধার্থকে পরিচালনার সুযোগ করে দিয়েছিলেন কর্ণই।
রানি মুখোপাধ্যায় অভিনীত ‘হিচকি’ ছবিটাও তাঁরই পরিচালিত। এই ছবিটা যশ রাজ ফিল্ম প্রোডাকশন হাউসের হলেও করণ জোহর ব্যক্তিগত ভাবে এর প্রমোশন নিঃসন্দেহে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা পরিচালক করণ জোহর। জোহরের জুহুরির চোখ শুধু ভাল অভিনেতা চেনে না, ভাল পরিচালকও বেছে নেয়। করণ জোহরের ছবি ‘গিপ্পি’-তে সহকারী পরিচালক ছিলেন সোনম। গডফাদারের সংস্পর্শে থাকায় এর পর বহু ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্ম পরিচালনা করেছেন তিনি।
Sildenafilgenerictab News Bangla News Paper