ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে বরিশালের মানুষ। শুক্রবার ছুটির দিনে বরিশাল নদী বন্দরে ছিল উপচে পড়া ভিড়। অতিরিক্ত যাত্রী ঠেকাতে বরিশাল নদী বন্দর থেকে নির্ধারিত সময়ের আগে যাত্রীবাহি লঞ্চগুলো পন্টুন ত্যাগ করতে বাধ্য করেছে ভ্রাম্যমাণ আদালত। আর এ কারণে বিপাকে পড়েন দেরিতে আসা যাত্রীরা।
Read More News
সাধারণত রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে বরিশাল নদী বন্দর ত্যাগ করে ঢাকামুখী যাত্রীবাহি লঞ্চগুলো। কিন্তু অতিরিক্ত যাত্রীর চাপ ঠেকাতে শুক্রবার রাত পৌঁনে ৮টার মধ্যে ১৭টি যাত্রীবাহি বিলাসবহুল লঞ্চ বরিশাল নদী বন্দর ত্যাগ করতে বাধ্য করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সবগুলো লঞ্চ ছিল যাত্রীতে পরিপূর্ণ।