খান সালমানের সঙ্গে ‘ভারত’ ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের আবেদনময়ী ক্যাটরিনা কাইফ। বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে ছবিটি।
Read More News
বেশ ফুরফুরে মেজাজে আছেন ক্যাটরিনা কাইফ। তাই তো জলকেলিতে মাতলেন। সমুদ্রের জলে নীলরঙা বিকিনি পরে ভাসলেন। আর সেই মনোরম দৃশ্যের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দিও করে ভক্তদের উদ্দেশে প্রকাশ করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ক্যাপশনে ক্যাটরিনা ইঙ্গিত দিলেন, অনেক আয়েশ হলো। এবার কাজে ফিরতে হবে। ইনস্টাগ্রামে দুটো ছবি শেয়ার দিয়েছেন ক্যাটরিনা কাইফ। সঙ্গে সঙ্গে ভক্তকুলে আবেদন ছড়িয়ে দিয়েছে ছবিগুলো। বর্তমানে লাইক পড়েছে প্রায় আঠারো লাখের মতো।
কিছুদিন আগে মুক্তি পায় ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’। এতে তিনি সুপারস্টার সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন। আর বরাবরের মতো এবারও এ ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। ভারতের বক্স অফিসে ২২০ কোটির বেশি আয় করেছে ছবিটি।
ক্যাটরিনা কাইফের আগামী চলচ্চিত্র রোহিত শেঠির ‘সূর্যবংশী’। এই প্রথম রোহিতের সঙ্গে কাজ করছেন ক্যাটরিনা। এক দশক পরে অক্ষয় কুমারের সঙ্গে ফের জুটি বাঁধছেন তিনি। ২০২০ সালের ২৭ মার্চ বড়পর্দায় উঠবে এ ছবি।
Sildenafilgenerictab News Bangla News Paper