কোরবানি ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির নাম ‘একই তো আকাশ দেখি’।
Read More News
এটি ঈদের পরদিন রাত ১০.৩০ টায় প্রচার হবে। এ অনুষ্ঠানে গান থাকবে মোট ১০টি। এরই মধ্যে অনুষ্ঠানটির ভিডিও ধারনের কাজ শেষ হয়েছে। চীনের বিভিন্ন মনোরম লোকেশনে এর চিত্রায়ন করা হয়েছে।
২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হন ড. মাহফুজুর রহমান। এরপর তার গান বেশ ভাইরাল হয়ে যায়। এরপর থেকে প্রতি ঈদেই একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।
Sildenafilgenerictab News Bangla News Paper