গত ১৮ জুলাই ছিল চোপড়ার ৩৭তম জন্মদিন। যুক্তরাষ্ট্রের মায়ামিতে পারিবারিকভাবে বিশেষ দিনটি উদযাপন করেন।
স্ত্রীর জন্মদিন উপলক্ষে গায়ক-গীতিকার নিক জোনাস জমকালো পার্টি দিয়েছিলেন। পাঁচস্তরের লালরঙা জন্মদিনের কেকটি নেটিজেনদের নজর কেড়েছিল। এবার নতুন খবর, লাল-সোনালি ওই পাঁচস্তরের কেক আর তার সঙ্গে মিলিয়ে প্রিয়াঙ্কার লালরঙা পোশাক কিনতে অনেক ডলার খরচ করতে হয়েছে। ‘ডিভাইন ডেলিসেসিস কেক’ নির্মাতারা চকলেট ও ভ্যানিলার সমন্বয়ে কেকটি তৈরি করেছেন। আর এর জন্য গুনতে হয়েছে পাঁচ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ চার লাখ ২০ হাজার টাকা।
Read More News
মায়ামিতে পরিবারের লোকজন আর বিশেষ বন্ধুবান্ধবের সঙ্গে বেশ ঘটা করে এবারের জন্মদিন পালন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে ছিলেন মা মধু চোপড়া ও বোন পরিণীতি চোপড়াও। স্বামী নিক জোনাসের পরিবারের লোকজন তো ছিলেনই। কেকের রঙের মতোই পিসি পরেছিলেন লাল-সোনালি পোশাক।
Sildenafilgenerictab News Bangla News Paper