ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবার সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। তিনি কাশ্মীরে পাকিস্তান সীমান্তে টহল দেবেন এবং নিরাপত্তারক্ষীর কাজ করবেন। সেখানে লেফটেন্যান্ট কর্নেল (সম্মাননীয়) হিসেবে ১০৬ টিএ ব্যাটেলিয়ানে (প্যারা) যোগ দিতে চলেছেন এই ক্রিকেট তারকা। ভারতীয় সেনাবাহিনীর হেডকোয়ার্টার্সের নির্দেশ মতো ধোনি প্রতিদিন টহল দেওয়া এবং নিরাপত্তারক্ষীর ডিউটির পর সেনাদের সঙ্গেই সেনা ছাউনিতে থাকবেন।
Read More News
আগামী ৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গেই কাটাবেন। যে সময়ের পুরোটাই তিনি থাকবেন কাশ্মীরে। সেনা-জওয়ানদের মতোই কাটাবেন ওই দিনগুলো। বিশ্বকাপের পর ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই ধোনি। টেরিটোরিয়াল আর্মির সঙ্গে এই সময়টা কাটাতে চাইছেন তিনি। অনেক ক্রিকেটার বা ক্রীড়াবিদই সেনায় সম্মাননীয় কোনও পোস্ট পান। কিন্তু, ধোনি শুধু সম্মাননীয় উপাধি নিয়ে সন্তুষ্ট থাকতে রাজি নন। তিনি সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যুক্ত থেকে, তাদের মতো করেই বছরের কয়েকটা দিন কাটান
Sildenafilgenerictab News Bangla News Paper