তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যা মামলায় অভিযুক্ত ‘হৃদয়’ সন্দেহে এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এক ব্যক্তি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
পরে পুলিশ জানিয়েছে, আটক তরুণ হৃদয় নন। তাঁর নাম আল আমিন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়।
Read More News
আজ বিকেলে মো. মাহাবুব আলম নামের এক ব্যক্তি তাঁর ফেসবুকে সাতটি ছবি দিয়ে লিখেন, বাড্ডায় রেনু হত্যার আসামি রিদয়কে ধরিয়ে দিলাম। গোলাপ শাহর মাজারের সামনে দিশারী পরিবহনের গাড়িতে আমার সামনের সিটে বসে। সাথে সাথে পুলিশকে ডেকে ধরিয়ে দিলাম এখন।
এর পরই ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে খবর ছড়িয়ে পড়ে তাসলিমা হত্যার আসামি হৃদয় গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদও প্রকাশ করে।
এ ব্যাপারে বাড্ডা থানার কর্মকর্তা বলেন, তাসলিমা হত্যা মামলার আসামি হৃদয়ের মতো দেখতে হওয়ায় এক তরুণকে রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহর মাজারের সামনে থেকে আটক করে এক ব্যক্তি। আমরা যাচাই-বাছাই করে দেখেছি, তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। আল আমিনের ভাইয়ের সঙ্গে কথা বলেছি। কথা বলার পর মনে হয়েছে, এই ছেলে সেই হৃদয় না এবং ছবি দেখেও আমরা নিশ্চিত হয়েছি। তাকে ছেড়ে দেওয়া হবে।
Sildenafilgenerictab News Bangla News Paper