জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম বর্তমানে মুম্বইয়ে কাজ করছেন। গত মাসের ২৮ তারিখ মুম্বইয়ের নামকরা ফ্যাশন হাউজ ‘ভিনয়’ এর মডেল হিসেবে ফটোসেশনে অংশ নেন। এটি গুজরাটে ফটোসেশন হয়েছিল।
এবার আরেকটি ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজের প্রস্তাব পেয়েছেন। এজন্য আগামী ২২শে জুলাই চারদিনের জন্য আবারো মুম্বই যাচ্ছেন।
Read More News
এদিকে সবশেষ চলতি বছর তারেক শিকদার পরিচালিত ‘দাগ হৃদয়ে’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে মিমকে। এরপর গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ ছবির কাজ শুরু করেন তিনি। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।
Sildenafilgenerictab News Bangla News Paper