কিংবদন্তী অভিনেতা কমল হাসানের দুই কন্যাই অভিনয় জগতে সুপ্রতিষ্ঠিত। শ্রুতি ও অক্ষরা নিজগুণেই জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে।
ইদানীং শোনা যাচ্ছে অক্ষরা নাকি সন্তান-সম্ভবা! ঘাবড়াবেন না, রিয়েল লাইফে এমনই একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। মিস্টার কেকে তে তাঁকে এক সন্তান-সম্ভবার চরিত্রে দেখা যাবে। এখানে অক্ষরার বিপরীতে অভিনয় করছেন চিয়ান বিক্রম। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমার ট্রেলার।
বক্স অফিসে খুব বেশি সাফল্য পাননি এই তেলুগু অভিনেতা। তবে তার অভিনয় প্রশংসিত। সেকারণেই পরিচালকের ভরসার খাতায় রয়েছেন তিনি। এছাড়াও এই ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে।
Read More News
তবে এই প্রথম নয়, এর আগেও দুটি সিনেমায় জুটি বেঁধেছেন অক্ষরা আর বিক্রম।
Sildenafilgenerictab News Bangla News Paper