কঙ্গনা রানাওয়াতের ‘দুর্ব্যবহারের’ জন্য ক্ষমা চাইল জাজমেন্টাল হ্যায় কেয়ার নির্মাতারা। এই নিয়ে ছবির প্রযোজক একতা কাপুরকে চিঠি লিখেছিল সাংবাদিকদের গিল্ড। প্রকাশ্যে ওই ঘটনার নিন্দা দাবি করে গিল্ড জানিয়েছিল যে তারা কঙ্গনার যাবতীয় মিডিয়া কভারেজ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রেক্ষিতে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নিলেন ছবির নির্মাতারা।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ছবির গানের লঞ্চে আমাদের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও সাংবাদিক জাস্টিন রাওয়ের মধ্যে কথোপকথন নিয়ে অনেক বিতর্ক হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি অস্বস্তিকর জায়গায় চলে যায়। বিতণ্ডায় যাঁরা জড়িয়ে পড়েন তাঁদের নিজ নিজ প্রেক্ষিত থাকলেও তা আমাদের ছবির ইভেন্টে হওয়ায় প্রযোজক হিসেবে ক্ষমা চাইছি এবং ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করছি। কারও ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের ছবি জাজমেন্টাল হ্যায় কেয়া ২৬ জুলাই মুক্তি পাচ্ছে। আমরা সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করছি এই একটা ঘটনা যেন গোটা দলের প্রচেষ্টায় আঘাত না করে।’
Read More News
এর আগে, কঙ্গনা রানাওয়াতকে বয়কটের সিদ্ধান্ত নেয় সাংবাদিকদের গিল্ড।
পিটিআই-এর সাংবাদিক জাস্টিন রাওয়ের সঙ্গে ‘দুর্ব্যবহার’-এর জন্য তাঁকে বয়কট করা হচ্ছে বলে পরিচালক একতা কাপুরকে চিঠি দিয়ে জানিয়েছে এনটারটেইনমেন্ট জার্নালিস্টস গিল্ড অফ ইন্ডিয়া।
Sildenafilgenerictab News Bangla News Paper