জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে টেলিফোনে হুমকি দেওয়ার অভিযোগ জিডি করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের একান্ত সচিব মেজর (অব.) মো. খালেদ আখতার রাজধানীর গুলশান থানায় সোমবার এ জিডি করেন।
জিডির বিবরনে উল্লেখ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ। এ অবস্থায় তিন-চার দিন ধরে তাঁর পুত্র শাহাতা জারাব এরশাদ এরিককে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে। হুমকিতে অজ্ঞাত পরিচয়ের লোকেরা তাকে ভয়ভীতি দেখায়। তদন্তপূর্ব ভয়ভীতি প্রদর্শনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাদী জিডিতে আবেদন করেন।
Read More News
এরশাদের সর্বশেষ স্ত্রী বিদিশার ঘরে জন্ম নেন এরিক এরশাদ। এরশাদ ও বিদিশার মধ্যে ছাড়াছাড়ি হলে আদালতের নির্দেশে এরিক মা-বাবা উভয়ের কাছে পালাক্রমে থাকেন।
Sildenafilgenerictab News Bangla News Paper