অর্জুন কাপুরের সঙ্গে নিজের প্রেমের কথা স্বীকার করলেন মালাইকা অরোরা। মালাইকার আনুষ্ঠানিক স্বীকৃতি যথারীতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। মর্কিন মুলুকে এ যুগল ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছেন।
গত সোমবার রাতে হাতে ট্রলি আর কাঁধে ব্যাগ নিয়ে আলোকচিত্রীদের এড়াতে দ্রুত মুম্বাই বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা।
Read More News
বুধবার ছিল অর্জুন কাপুরের জন্মদিন। জন্মদিন উদযাপন করতে মালাইকাকে নিয়ে নিউইয়র্কে যান অর্জুন। সেখানেই একসঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন মালাইকা। ছবিতে অর্জুনের হাত ধরে থাকতে দেখা যাচ্ছে আর অর্জুন তাকিয়ে রয়েছেন মালাইকার দিকে।
ক্যাপশনে মালাইকা লিখেছেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল পাগল, মজার মানুষ, দারুণ মানুষ অর্জুনকে। রইল ভালোবাসাও।’
মালাইকার পোস্ট করা ছবি আর ক্যাপশন দেখে বলাই যায়, এই ছবির মাধ্যমে প্রকাশ্যে অর্জুনের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন। মালাইকার এই পোস্টে কমেন্ট করেছেন বলিউড তারকা দিয়া মির্জা, পরিণীতি চোপড়া, সোফিয়া চৌধুরীসহ আরো অনেকে।
Sildenafilgenerictab News Bangla News Paper