বনানীর এফআর টাওয়ার নির্মাণে নকশা জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিকি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করা হয়। মামলা নম্বর ২ ও ৩।
Read More News
মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদিম,টাওয়ারের মালিক এসএম ফারুক,রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলসহ ২৩ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। এতে নিহত হয়েছেন ২৭ জন।