দীপিকা পাড়ুকোন মুম্বই বিমানবন্দর থেকে বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে বেঙ্গালুরু যাচ্ছিলেন। গাড়ি থেকে নেমেই সোজা এয়ারপোর্টে ঢুকে যাচ্ছিলেন তিনি। তখনই এক নিরাপত্তারক্ষী তাঁর পরিচয় পত্র চেয়ে বসে। প্রথমটা খেয়াল করেননি দীপিকা। পরে তিনি বুঝতে পেরে খুব নম্র ভাবেই বলেন, দেখবেন, সঙ্গেই আছে। এরপর তিনি তাঁর পরিচয় পত্র ওই নিরাপত্তারক্ষীকে দেখান। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তবে দীপিকার এই আচরণের প্রশংসা করেছেন সকলেই। সেলিব্রিটি হলেও কিছু ক্ষেত্রে নিয়ম সবার জন্য একই হওয়া উচিত এমনটাই বলেছেন বেশিরভাগ লোকজন।
Read More News
এমনকী অনেকে ওই নিরাপত্তারক্ষীরও প্রশংসা করেছেন। কারণ তিনি সেলিব্রিটি বলে দীপিকার সঙ্গে বিশেষ ব্যবহার করেননি। নিজের দায়িত্ব তিনি সঠিক ভাবেই মেনে চলেছেন। অনেকেই আবার দীপিকার দিকে আঙুলও তুলেছেন। নেটদুনিয়ায় একজন যেমন বলেছেন, বিমানবন্দরে প্রবেশ করামাত্র সকলকেই পরিচয়পত্র দেখাতে হয়। তা তিনি যতই গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভগবানই হোন না কেন।