২১ জুন তারিখটি হল আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস বলা হয়। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন।
Read More News
আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের হাই কমিশন আন্তর্জাতিক যোগ দিবস ২০১৯ উদযাপন করেছে।
ওই কর্মসূচীতে নগরীর নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। জনসাধারনের মাঝে যোগের বিভিন্ন উপকারী বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে দেশের জনপ্রিয় তারকারাও অংশ নেন অনুষ্ঠানে। অভিনেত্রী জয়া আহসান, আরেফিন শুভসহ একাধিক তারকা ছিলেন।
আয়োজকরা জানান, দেহ, মন ও আত্মার প্রশান্তির জন্য যোগের মত অনুশীলনের বিকল্প নেই। দিনের কিছু সময় নিয়মিত যোগ অনুশীলন করলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে জানান বক্তারা।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস উপস্থিত ছিলেন।