আজ মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এর জন্মদিন। মৌ ১৯৭৬ সালের ২১শে জুন জন্মগ্রহণ করেন। মৌ এর মা রাশা ইসলাম ছিলেন বাংলাদেশের স্টিল অ্যাড মডেলিং-এর পথিকৃৎ এবং বাংলাদেশের প্রথম মডেল ও নৃত্যশিল্পী।
Read More News
তবে দিনটিকে ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। মৌ বলেন, দু’বছর আগে আমি আমার প্রিয় বড় বোনকে হারিয়েছি। তারপর থেকে সত্যি বলতে কী শুধু জন্মদিন কেন কোনো উৎসবই আমার কাছে আর আনন্দময় হয়ে ওঠে না। কোনোরকম আনন্দ করার চিন্তাও করি না আমি। তাই খুব সাধারণভাবেই আজকের দিনটি কাটবে।
মৌ দীর্ঘদিন পর জিঙ্গেল নির্ভর একটি বিজ্ঞাপনে কাজ করলেন। এটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের ফ্রিজের বিজ্ঞাপন।
গত দু’দিন রাজধানীর তেজগাঁওয়ের একটি স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এতে ক্যামেরাম্যান হিসেবে ছিলেন রাজু রাজ। কোরিওগ্রাফি করেছেন হৃদি শেখ। মৌ বলেন, দীর্ঘদিন পর জিঙ্গেল নির্ভর একটি বিজ্ঞাপনে কাজ করে খুব ভালো লেগেছে।