অভিষেক হয়েছে বলিউডে সুন্দরী নায়িকা কৃতিকা কারমার। ‘কিতনা মহব্বত হ্যায়’-এর ‘আরোহী’ অথবা ‘কুছ তো লোগ কহেঙ্গে’র ‘ড. নিধি’? এ ধরনের বেশ কিছু চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন কৃতিকা কারমা।
Read More News
২০১৪ সালে নাচের রিয়ালিটি শো ‘ঝলক দিখলা যা’ তে গিয়েও জনপ্রিয়তা পেয়েছিলেন কৃতিকা। বেশ কিছু শর্ট ফিল্ম, মিউজিক ভিডিওতে কাজ করার পর ২০১৮ সালে ‘মিত্রো’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক করেন তিনি।
উত্তরপ্রদেশে জন্ম হলেও মধ্যপ্রদেশে বড় হয়েছেন কৃতিকা। দিল্লি পাবলিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে পড়াশোনা শুরু করেন। কিন্তু ফার্স্ট ইয়ারের পর সেই পড়াশোনা আর এগিয়ে নিয়ে যেতে পারেননি।
অভিনেতা জ্যাকি ভাগনানির সঙ্গে এক সময় কৃতিকার প্রেমের গুঞ্জন ছিল বলিউডে। কিন্তু সে সম্পর্কে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি তিনি।
২০১৮ সালের শেষের দিকে শোনা গিয়েছিল, বয়ফ্রেন্ড উদয় সিংহ গিরির সঙ্গে চুপিচুপি এনগেজমেন্ট সেরে ফেলেছেন কৃতিকা। যদিও সেই খবরকে গসিপ বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি।
Sildenafilgenerictab News Bangla News Paper