মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৯ নির্বাচিত হয়েছেন রাজস্থানের মেয়ে সুমন রাও। ২০ বছরের এ কলেজ ছাত্রী এ বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ডে নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।
Read More News
শনিবার সর্দার বল্লবভাই প্যাটেল ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রান্ড ফিনালেতে বিচারের দায়িত্বে ছিলেন কোরিওগ্রাফার রেমু ডি সুজা, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, হুমা কোরেশি, ডিজাইনার ফাল্গুনী শেন পিকক ও ফুটবলার সুনীল ছেত্রী।
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশল নাচ দিয়ে অনুষ্ঠান মাতিয়েছেন। এ বছর মিস ইন্ডিয়া ইউনাইটেড কন্টিনেন্টস নির্বাচিত হয়েছেন বিহারের শ্রেয়া শঙ্কর ও মিস গ্রান্ড ইন্ডিয়া হয়েছেন শিবানী যাদব।