বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে।
জয়নুল আবদিন ফারুককে দেখতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Read More News
সাবেক এই বিরোধীদলীয় চিফ হুইপের চিকিৎসা ও শারীরিক খোঁজ-খবর নিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অ্যাপোলো হাসপাতালে যান তিনি।
জয়নুল আবদিন ফারুকের মেয়ে সেনবাগ উপজেলা বিএনপির সভাপতি তামান্না ফারুক থীমা জানান, বাবা (বৃহস্পতিবার) ভোর থেকে বারবার বমি করা শুরু করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
 Sildenafilgenerictab News Bangla News Paper
Sildenafilgenerictab News Bangla News Paper