সঙ্গীতশিল্পী মিশাল কিরপালানির সঙ্গেই প্রেম করছেন আমির খানের মেয়ে ইরা। যদিও তাঁদের ডেটিংয়ের কথা দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছিল। শেষ পর্যন্ত ইরা খানের ইনস্টাগ্রাম স্টোরিতে হল জল্পনার অবসান।
ইনস্টাগ্রামে আস্ক মি সেশনে ইরাকে এক ফ্যান জিগ্গেস করেন, আপনি কি প্রেম করছেন? সেখানেই কোনও কথায় না বলে, একটি ছবি দিয়ে ফ্যানের প্রশ্নের উত্তর দেন ইরা। ছবিতে মিশালকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি। আর তাতেই মিলেছে তাঁদের প্রেমের প্রমাণ। সঙ্গে অবশ্য মিশালকে ছবিতে তিনি ট্যাগও করেছেন।
Read More News
যদিও ইনস্টাগ্রামে বহুবার নিজেদের ছবি শেয়ার করেছেন ইরা। কিছুদিন আগেই তাঁদের ভ্যাকেশনের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভ্যালেন্টাইন্স ডে-তেও মিশালের গানের ভিডিয়ো পোস্ট করে ইরা ক্যাপশনে লিখেছিলেন সেকথা।
Sildenafilgenerictab News Bangla News Paper