আজ দুপুর ২টার দিকে রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ইমন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু সোহাগ (২০) ও নাদিম (২০) আহত হয়েছেন।
Read More News
ইমন সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের অনার্সের ছাত্র। তারা তিন বন্ধু যাত্রাবাড়ী শেখদী বটতলা এলাকায় থাকেন।
জানা গেছে, তিনজন মোটরসাইকেলে করে ওই এলাকা থেকে শহীদ মিনারে যাওয়ার পথে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান। এতে মোটরসাইকেলের পেছনে থাকা ইমনের মাথায় আইল্যান্ডের আঘাত লাগে। পরে তিনজনকে দ্রুত উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।