মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে খারাপ আবহাওয়ায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইট। সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে আছড়ে পড়ে।
Read More News
বিমানে একজন শিশুসহ ২৯ জন আরোহী, দুজন পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন। এতে যাত্রীসহ সবাই কমবেশি আহত হন। এর মধ্যে ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন। চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনাকবলিত বিমানটিতে আগুন না ধরায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করে ইন্টারন্যাশনাল এভিয়েশন সেইফটি নেটওয়ার্ক জানিয়েছে, তিন টুকরো এয়ারক্রাফটি ব্যবহারের উপযুক্ততা হারিয়েছে। আরোহীদের ফিরিয়ে আনতে গতকাল রাত ১০টায় বিমানের একটি বিশেষ ফ্লাইট ইয়াঙ্গুনে পাঠানো হয়েছে।