সংসার ভাঙল লাক্স সুন্দরী ইশরাত জাহান চৈতীর। নভেম্বরের শেষ দিকে স্বামী শাওন রায়ের সঙ্গে সংসার জীবনের ইতি টানেন এ তারকা।
ভালোবেসেই শাওনকে ২০১৫ সালে বিয়ে করে। কিছুদিন থেকে তার জীবনযাপনে বেশ সমস্যা হচ্ছিল। তার সঙ্গে এক ছাদের নিচে থাকা আর সম্ভব হচ্ছিল না। এ সমস্যা নিয়ে আমার পরিবারের সদস্যদের সঙ্গে অনেকদিন ধরেই আলোচনা করেছি। তাদের পরামর্শ এবং নিজের সিদ্ধান্ত দুটো মিলিয়েই সংসারজীবনের ইতি।
Read More News
প্রসঙ্গত, চৈতী বর্তমানে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত আছেন। কয়েকটি ধারাবাহিক নাটকের পাশাপাশি খণ্ড নাটকেও অভিনয় করছেন তিনি।
উল্লেখ্য, ২০০৮ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মিডিয়ায় আসেন ইশরাত জাহান চৈতী।
Sildenafilgenerictab News Bangla News Paper