আজ বৃহস্পতিবার বিকেলে পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ড. কামাল হোসেন বলেন, আমরা আশা দেখছি আমরা পরিবর্তন আনতে পারব। এবারের নির্বাচন হলো একাত্তরের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। আর এ নিবাচনের পরিবর্তন আনবে এ দেশের ১৬-১৭ কোটি জনগণ।
Read More News
ড. কামাল বলেন, যারা গণতন্ত্রকে খাটো করে বলে উন্নয়ন না গণতন্ত্র এটা আইয়ুব খানের কথা, এটা স্বৈরশাসকের কথা। এটা কখনো বাংলাদেশের জনগণের কথা হতে পারে না। তিনি বলেন, উন্নয়ন ভালো কথা কিন্তু সেটি হবে সবার স্বার্থে। সবার মানে শুধু উপর তলার লোকদের জন্য না, সকল শ্রেণি-পেশার মানুষের জন্য।
ড. কামাল হোসেন বলেন, আমরা সারা জীবন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়ী হয়েছি। বাংলার মানুষ কখনো বন্দুকের কাছে মাথা নত করেনি, এবারও করবে না। আপনারা সকাল থেকে মাঠে থাকবেন, ভোট গণনা শেষ না হওয়া পযন্ত। ১৬ ডিসেম্বরের পর ৩০ ডিসেম্বর হবে আরেক বিজয় দিবস। আমরা ৩০ ডিসেম্বর বিজয় অর্জন করব।
এ সময় ড. কামালের পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।