গুগল ইন্ডিয়া সার্চে এ বছরের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী প্রিয়া প্রকাশকেই গুগলে সবচেয়ে বেশি খুঁজেছেন ভারতের মানুষ।

আজ বুধবার গুগল ইন্ডিয়া জানিয়েছে, প্রিয়া প্রকাশই এ বছরের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যাঁকে সবচেয়ে বেশি গুগলে সার্চ করা হয়েছে। বলিউডের নামীদামি তারকাকেও টপকে গেলেন প্রিয়া।

অভিনেত্রী প্রিয়ার পরেই গুগল সার্চের তালিকায় রয়েছেন সদ্য বিবাহিত বলিউড তারকা প্রিয়াঙ্কার চোপড়ার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। তালিকার চতুর্থ নম্বরে রয়েছেন প্রিয়াঙ্কা।

তৃতীয় অবস্থানে রয়েছেন টিভি অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী স্বপ্না চৌধারি। আর পঞ্চম স্থানে রয়েছেন সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজা।
Read More News

গুগল সার্চের সেরা দশের ছয় নম্বরে রয়েছেন ‘কেদারনাথ’ নায়িকা সারা আলি খান, সাত নম্বরে বলিউড সুপারস্টার সালমান খান, আট নম্বরে ব্রিটেন রাজবধূ ডাচেস অব সাসেক্স মেগান মর্কেল।

গুগল সার্চ তালিকার নয় নম্বরে উপমহাদেশের খ্যাতনামা ভজনশিল্পী অনুপ জলোটা ও দশ নম্বরে রয়েছেন প্রযোজক বনি কাপুর, যিনি প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *