প্রাথমিক এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী বরিশাল জেলার ১৬২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৩ হাজার ৫৫ জন।
১৫৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৪৭ হাজার ৫শ’ ৮০জন প্রাইমারী এবং ৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৫ হাজার ৪শ’ ৭৫জন ইবতেদায়ী পরীক্ষার্থী। রবিবার সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।
Read More News
পরীক্ষা শুরুর পরপরই বরিশাল জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় কেন্দ্রের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। বিগত দিনে প্রশ্নপত্র ফাঁস মহামারী আকারে ছড়িয়ে পড়লেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
বরিশাল বিভাগে ৫২৯ টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ১ লাখ ৯১ হাজার ৯৭৩ জন। এর মধ্যে প্রাথমিকে পরীক্ষার্থী ১ লাখ ৬২ হাজার ৯৭১জন এবং ইবতেদায়ীতে পরীক্ষার্থী ২৯ হাজার ২ জন। ৬টি বিষয়ের পরীক্ষা শেষ হবে আগামী ২৬ নভেম্বর।