শনিবার সিলেটে সমাবেশের অনুমতি চেয়ে ফের প্রত্যাখ্যাত হয়েছে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। প্রথমে ২৩ অক্টোবর সমাবেশের তারিখ নির্ধারণ করে পুলিশের অনুমতি চেয়ে প্রত্যাখ্যাত হয়েছিল তারা। পরে একদিন পিছিয়ে ২৪ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এবারও তাদের সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, আমরা ২৪ অক্টোবর কোতোয়ালী থানার রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশের কাছে শনিবার লিখিত আবেদন করেছিলাম। কিন্তু তারা আমাদের সমাবেশের অনুমতি দেয়নি। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছে এবং পরবতী পদক্ষেপের জন্য আলোচনা চলছে।
Read More News
সমাবেশের অনুমতি না পেলেও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা ২৪ অক্টোবর সিলেট সফর করবেন বলে জানিয়েছেন আলী আহমদ। নেতৃবৃন্দ হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন।
সমাবেশের অনুমতি না দেয়া প্রসঙ্গে সিলেট নগর পুলিশের কোতোয়ালী থানার ওসি বলেন, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কায় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।
 Sildenafilgenerictab News Bangla News Paper
Sildenafilgenerictab News Bangla News Paper