ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এবার আদালতের কাঠগড়ায়। দু’দুটি খুনের অভিযোগ তার ঘাঁড়ে। এজন্য আদালতে কক্ষে বিচারকের সামনে শাকিব খানকে জেরা করে চলেছেন আইনজীবীরা। অবাক হলেও ঘটনা কিন্তু সত্যি! তবে এটা রিয়েল লাইফে নয়, রিল লাইফে।
মঙ্গলবার এফডিসির ৪ নম্বর ফ্লোরে শাকিব খান ও বুবলী জুটির নতুন ছবি ‘কালপ্রিট’র ছবির শুটিংয়ে এমন দৃশ্য দেখা গেছে। ছবিটি পরিচালনা করছেন শাহিন সুমন।
Read More News
ছবিতে শাকিব খান কাকে এবং কেন খুন করেছেন তা জানাতে অপরাগতা প্রকাশ করলেও পরিচালক শাহিন সুমন বলেন, ‘আসলে গল্পের প্রয়োজনেই কাঠগড়ায় দাঁড়িয়েছেন শাকিব খান। তার বিরুদ্ধে দুটি খুনের অভিযোগ রয়েছে।’
শাকিব খানের নায়িকা শবনম বুবলী ছাড়াও ছবিতে আরও একজন নতুন নায়িকা মৃদুলাকে দেখা যাবে। এ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হবে মৃদুলার।