মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বাগদান সম্পন্ন হলো ইতালির লেক কোমোতে। যুক্তরাষ্ট্র থেকে সেখানে ছুটে যান প্রিয়াঙ্কা-নিক। হলুদ পোশাকে রোদ-ঝলমলে দিন উপভোগ করেছেন প্রিয়াঙ্কা। আর সেই ছবি অনলাইনে ভাইরাল।
বাগদান অনুষ্ঠানে গিয়েছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থ চোপড়াও।
Read More News
উজ্জ্বল ক্যারোলিন কনস্ট্যাস পোশাকে প্রিয়াঙ্কার গর্জিয়াস লুকে মুগ্ধ ভক্তরা। সহজ ঢিলেঢালা পোশাক আর সঙ্গে লাল পাম্পস ও হলুদ হ্যান্ডব্যাগে অনন্যসুন্দর প্রিয়াঙ্কা।
সনাতন রীতি মেনে গত মাসে প্রিয়াঙ্কা-নিকের বাগদান হয়। এর পর এই যুগল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর ছবি শেয়ার করে চলেছেন, তাঁদের ভালোবাসার গল্প বিশ্বকে শোনাচ্ছেন।
প্রিয়াঙ্কা-নিক জুটির প্রথম দেখা হয় মিট গালা-২০১৭ অনুষ্ঠানে। এর কিছুদিন পর থেকেই এ কপোত-কপোতীর প্রেমের গুঞ্জন শুরু হয়। গত ১৮ আগস্ট নিক জোনাসের সঙ্গে বাগদান হয় প্রিয়াঙ্কা চোপড়ার।
প্রিয়াঙ্কা চোপড়া এখন সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে কাজ করছেন। এ ছবিতে আরো রয়েছেন ফারহান আকতার ও জাইরা ওয়াসিম।
ছবিটি আয়শা চৌধারিকে নিয়ে নির্মিত। মাত্র ১৩ বছর বয়সে পালমোনারি ফিব্রোসিস বা ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হন আয়শা। এরপরই তিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মাত্র ১৯ বছর বয়সে মারা যান তিনি। তাঁর জীবনসংগ্রাম নিয়েই নির্মিত হচ্ছে ছবিটি।
এ ছবিতে প্রিয়াঙ্কা জাইরার মায়ের ভূমিকায় অভিনয় করবেন। মুম্বাই, দিল্লি, লন্ডন ও আন্দামানে এ ছবির শুটিং হবে। ছবির সংলাপ রচনা করেছেন জুহি চতুর্বেদী ও সংগীতে রয়েছেন প্রীতম চক্রবর্তী।
Sildenafilgenerictab News Bangla News Paper