ফেসবুকে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির ফার্স্ট লুক প্রকাশ পরীমণির। যেখানে পরী-আরজুর রসায়ন তুলে ধরা হয়েছে ক্যামেরার এক ক্লিকেই।
বরাবরই গ্ল্যামার গার্ল হিসেবে উপস্থাপিত হয়েছেন পরীমণি। তবে এই পোস্টারে তাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এক কথায় বলতে গেলে, যেখানে দেখা যাচ্ছে, আবেগ ছড়ানো স্নিগ্ধতার ছোঁয়া। এভাবেই ফার্স্ট লুকে তুলে ধরা হয়েছে পরী-আরজুর রসায়ন।
Read More News
সবকিছু ঠিক থাকলে শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি আগামী ৫ অক্টোবর মুক্তি পাবে। এ ছবিতে পরীমণি-আরজু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা ও সীমান্ত প্রমুখ।
Sildenafilgenerictab News Bangla News Paper