প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মেডিকেল কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম ঠিকভাবে চলছে কি না তার তদারকি করতে নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এ নির্দেশ দেন তিনি।
এ ছাড়া দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেও চিকিৎসকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
Read More News
এক হাজার ৩৬৬ কোটি টাকায় নির্মিতব্য বিশেষায়িত হাসপাতাল ২০২১ সালে উদ্বোধন করা হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা কনভেনশন সেন্টার, ডায়াগনস্টিক ও চিকিৎসকদের ডরমিটরি সুবিধাসহ নির্মিত নতুন ভবনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দেন দেশের সব বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করার। যার মধ্যে রাজধানীসহ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে এরই মধ্যে যা স্থাপিত হয়েছে।