শহীদ আলতাফ উদ্দিন মোহাম্মদ এর সেজো ছেলে এবং বরিশাল শায়েস্তাবাদ লজ নবাব বাড়ির বড় জামাতা, BSIT BD এর পরিচালক মো: মাহবুব রানা ও HOT PLATE Restaurant এর পরিচালক কামরুল আহসান রুমির পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা ফকরুদ্দিন মোহাম্মদ মাহবুব সাহেবের রুহের মাগফেরাত কামনা করে আগামী ১২ সেপ্টেম্বর বুধবার বাদ আসর মরহুমের বাসভবন নবাব বাড়িতে দোয়ার আয়োজন করা হয়েছে।
Read More News
ফকরুদ্দিন মোহাম্মদ মাহবুব সাহেব ৯ সেপ্টেম্বর রাত ৮টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর সময় তিনি স্ত্রী, তিনপুত্র ও অনেক আত্মীয় পরিজন রেখে গেছেন। ফকরুদ্দিন মোহাম্মদ মাহবুব সাহবের মেজ ছেলে জিয়াউল আহসান রিমু TVS Auto Bangladesh এর উচ্চ পদে কর্মরত আছেন।